আবু নাছির আহম্মেদ ইসলামপুর প্রতিনিধি। ২৩ নভেম্বর রবিবার। জামালপুর ২ ইসলামপুর আসনে জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের মনোনয়নের দাবিতে ইসলামপুরের বলিয়াদহ আমতলা বাজার থেকে শুরু করে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা দুই পাশে নারী ও পুরুষ সবাই মিলে সমাবেশ ও মানববন্ধন করেন। এ মানববন্ধনে উপস্থিত থাকেন জনাব নবী নেওয়াজ খান লোহানি বিপুল সাবেক উপজেলা চেয়ারম্যান আরো উপস্থিত থাকেন জনাব জয়নাল আবেদীন সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আরো উপস্থিত থাকেন ইসলামপুর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সকলের দাবি ইসলামপুরে এ এস এম আব্দুল হালিম সাহেব কে নমিনেশন দেওয়ার জন্য। এর আগে সম্ভাব্য নমিনেশন যাকে দেয়া হয়েছে জনাব সুলতান মাহমুদ বাবুকে বক্তারা সবাই অভিযোগ করেন সুলতান মাহমুদ বাবু ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে সুলতান মাহমুদ বাবুকে মাঠে পাওয়া যায়নি তিনি সংস্কারপন্থিতে যোগ দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। আর এই ১৭ বছরে জনাব এ এস এম আব্দুল হালিম ভাইয়ের বিরুদ্ধে ১৪ টি মামলার আসামি করা হয়। আব্দুল হালিম সাহেব উপজেলার প্রত্যেকটি গ্রামে সাধারণ জনগণের খোঁজখবর রাখেন এবং পাশে থাকছেন। পশ্চিম ইসলামপুরে নদী ভাঙ্গন এলাকা সর্বনাশা যমুনা নদী বারবার মানুষের হৃদয় আঘাত করেছে এই আঘাত এবং নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য হালিম ভাইকে দরকার। তাই নারী ও পুরুষ সকলে মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন সকলের দাবি সুলতান মাহমুদ বাবু একজন অসুস্থ ব্যক্তি সে স্টেজে উঠে কথা বলতে পারেন না তাকে দুই তিন জনে ধরে হাঁটাচলা করতে হয় এমন একজন ব্যক্তি জনগণের সেবা করবে কিভাবে। বিক্ষোভ সমাবেশে নারী এবং পুরুষ সকলেই একত্রিত হয়ে বলেন হালিম সাহেব কে নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এইটা প্রতিজ্ঞা করেন। তাদের একটাই দাবি সুলতান মাহমুদ বাবুর নমিনেশন বাতিল করে এ এস এম আব্দুল হালিমকে দেয়া হোক আমরা তাকে চাই। এ এস এম আব্দুল হালিম সাহেব একজন যোগ্য ব্যক্তি তাকে ছাড়া ইসলামপুরে আমরা আর কাউকে এমপি হিসেবে চাইনা।