আজ শুক্রবার সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, রাতে তাপমাত্রা কমে ৯ ডিগ্রিতে নামতে পারে।
এদিকে, সারাদিন চুয়াডাঙ্গায় অস্বাভাবিক তাপমাত্রার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া মানুষ। তারা অনেকেই বাইরে কাজে যেতে পারছেন না। শহরেও লোকসমাগম কম।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র পাঠানো হয়েছে। শনিবার থেকেই বিতরণ শুরু হবে।
তিনি আরও বলেন, প্রতি বছরই এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। প্রশাসন এবারও সর্তক রয়েছে।



