সংবাদ প্রতিবেদক: কাজল গাজীপুর, বুধবার (২২ অক্টোবর ২০২৫) গাজীপুরে ১৩ বছরের শিশু আশা মনি ধর্ষণ মামলার ন্যায়বিচারের দাবিতে আজ মুন্সি পাড়া বড় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ওলামা একরাম, মুরুব্বিগণ এবং ইসলামী ছাত্র সমাজ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে এবং সক্রিয় অংশগ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) একটি বৃহৎ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের। সভায় উপস্থিতরা সর্বসম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ দফা দাবি প্রক্ষেপণ করেন।
উক্ত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক স্ট্যাটাস অবিলম্বে প্রত্যাহার; নির্দোষ শিশু আশা মনির ধর্ষণ মামলার এক নম্বর আসামি ইস্কন সদস্য জয় রায়সহ সকল দোষীর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড কার্যকর করা; মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার পরিকল্পনাকারী ও হুমকিদাতা পংকজ পালকে দ্রুত গ্রেফতার; ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা; এবং মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে পরিবর্তন করে একজন সৎ, দক্ষ ও নিরপেক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগ করা।
সভায় বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবির প্রক্ষেপণ কেবল একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, এটি দেশের নৈতিক ও মানবিক শৃঙ্খলা রক্ষার একটি দৃঢ় প্রতীক। উপস্থিতরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান যেন তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। একই সঙ্গে দেশের সকল ন্যায়প্রিয় নাগরিককে আহ্বান জানানো হয়—যেকোনো অনিয়ম, নির্যাতন বা অন্যায় ঘটলে তা দ্রুত জানিয়ে মানবতার পক্ষে অবস্থান নিতে। ন্যায়বিচারের দাবিতে এককণ্ঠে গাজীপুর বলছে অন্যায়ের বিরুদ্ধে মানবতার জয় হোক।