মোঃ সবুর শেখ,ফুলতলা উপজেলা প্রতিনিধি : খুলনা জেলার অন্তর্গত আমতলা নদী পাড়াপারের খেঁয়া ঘাটে গত ০২-০১-২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ০৯-৩০ মিনিটের সময় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।ঐ সময় চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা জনাব মঈনুল ইসলাম তার গ্ৰামের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্ৰামে বেড়ানোর উদ্দেশ্যে এই ঘাটে নৌকা যোগে তার টয়োটা প্রিমিও ব্রান্ডের নতুন গাড়িটি নৌকায় তোলেন।ঐ সময় গাড়ির চালক ভুল করে সামনে গিয়ার দেওয়ার পরিবর্তে পেছনে গিয়ার ফেলার ফলে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। গাড়িটি সরাসরি ভৈরব নদীতে ডুবে যায়, কিন্তু অলৌকিক ভাবে চালক গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং এতে করে কোন ধরনের প্রাণহানি ঘটে না। পরবর্তীতে পরের দিন বিকাল ০৫-০০ ঘটিকার সময় স্থানীয় ডুবুরি ও সাধারণ মানুষের সহযোগিতায় গাড়িটি নদীর নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে জানা যায় ডুবে যাওয়ার সময় গাড়ির ভেতরে অনেক মূল্যবান সম্পদ ও স্বর্ণালংকার ছিল, যেগুলো গাড়ির সাথে অক্ষত অবস্থায় ফেরত পেয়েছেন। গাড়িটি উদ্ধার দেখতে ভৈরব নদীর দুই তীরে উৎসুক জনতার ভিড় জমে যায়।