বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলা গানের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে নিজের স্মৃতি স্মরণ করে তিনি লিখেছেন, “খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি জাতীয় ঐক্যের প্রতীক।”
শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন,
“মুহূর্তে মুহূর্তে মনে হয় ম্যাডামের কথা। ম্যাডামের সঙ্গে ছোট ছোট স্মৃতিগুলো মনকে অশান্ত করে ফেলে। সারা দেশের মানুষের এত আবেগ দেখে নিজেকে শামুকের মতো গুটিয়ে নেই। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। প্রাণ উজাড় করে দেশটাকে ভালোবেসেছেন তিনি, এখন দেশ উনাকে উনার প্রাপ্ত সম্মান দিচ্ছে। তবুও কোথায় যেন একটু অতৃপ্তি রয়েই যাচ্ছে।”
তিনি আরও লেখেন,
“উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ম্যাডাম। দেশের রাজনৈতিক ডামাডোলকে ছাপিয়ে বেগম জিয়ার অসুস্থতা এখন মূল আলোচনার বিষয়। দেশবাসী উৎকণ্ঠিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুরো দেশ এখন যেন চায়ের দোকান। মাইনাস ফর্মুলার আশঙ্কায় বিএনপি সমর্থকসহ সাধারণ মানুষ উদ্বিগ্ন।”
স্ট্যাটাসের শেষাংশে আসিফ আকবর বলেন,
“জিয়া পরিবারের ত্যাগে সৃষ্টি বিএনপি সমর্থকদের মূল ভরসার জায়গা এই পরিবার। শহীদ জিয়া ও বেগম জিয়ার অস্তিত্বে ন্যূনতম আঁচ সহ্য করার জন্য প্রস্তুত নয় দেশ। বেগম খালেদা জিয়া বেঁচে আছেন দেশের মানুষের মনের মনিকোঠায়। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন দেশের জনগণের পাশে।”
এদিকে, সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে কাতার দূতাবাস। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তাকে নিতে দেশে এসেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।