জাকির হোসেন হাওলাদার।দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: সাইদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান,
সাধারণ সম্পাদক মো: মাসুদ আহমেদ পাভেজ,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার,
সদস্য সচিব মো: সুমন শরিফ , যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি জনতা কলেজর সভাপতি আরিফুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু ইসা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।