জেলা প্রতিনিধি, পিরোজপুর। পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় সম্প্রীতি বিনির্মাণ সভা
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৫ নং ধাওয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ (কাউখালী,ভান্ডারিয়া,নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, : বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার একুশে হলের সাবেক সভাপতি এবং জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক সমন্বিত কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি আব্দুর রশিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য, আর এই সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক বিভেদ ভুলে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তারা স্থানীয় পর্যায়ে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।