বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে একই সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।’
চিত্রনায়িকা শবনম বুবলী তার শোক জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবিসহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সংগীতশিল্পী নগরবাউল জেমস তার শোকবার্তায় লিখেছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন- আমিন।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে।’
চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।’
নির্মাতা আশফাক নিপুন তার শোকবার্তায় লিখেছেন, ‘আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।’
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। এ জন্যই তিনি আপসহীন নেত্রী।’
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।’
বেগম খালেদা জিয়া, যিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।
এদিকে, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অসীম সংগ্রাম, নেতৃত্ব ও দেশসেবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের নানা প্রান্তের মানুষ শোক প্রকাশ করেছেন।