মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি : বৈসু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধুবার(৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠনসহ হাজার হাজার মানুষ র্যালীতে অংশগ্রহণ করে।
এর আগে খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. আমান হাসান প্রধান হিসেবে উপস্থিত থেকে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর টাউনহলে এসে শেষ হয়।
পরে পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ডিসপ্লে প্রদর্শন করা হয়।
মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি