সংবাদ প্রতিবেদন: কাজল,গাজীপুর, ২৮ অক্টোবর ২০২৫ — গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় গতকাল বিকাল প্রায় ৫টার দিকে হক মেডিকেল মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান (ডাকনাম মাশরাফি) নিখোঁজ হয়েছে। তাঁর বয়স ১২ বছর। বর্তমানে তিনি ষোলপারা হাফেজ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।
নিখোঁজ আব্দুর রহমানের পিতা সাজেদুল ইসলাম মান্নান (মোবাইল: ০১৭৫৫-৫০২২৯৮) এবং মাতা ফাতেমা আক্তার বেবি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সাদা জুব্বা, সাদা পায়জামা ও সাদা টুপি, এবং চোখে ছিল চশমা।
যে কোনো সদয় ব্যক্তি যদি ছেলেটিকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে উপরোক্ত নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।