নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাকে অবৈধ ঘোষণা করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (২১ জানুয়ারি) শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন।
এর মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল থাকলো এবং মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর আইনি পথ আপাতত রুদ্ধ হলো।
এর আগে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করা হয়। রিটে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নিজের মনোনয়ন বৈধ ঘোষণার আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। যদিও প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন।
তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি থাকার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে এবং এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
হাইকোর্টের আজকের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত আইনি স্বীকৃতি পেল। ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী সংকট আরও ঘনীভূত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই রায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রার্থিতা যাচাই ও আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবেও বিবেচিত হচ্ছে।