নিজস্ব প্রতিবেদকঃ “মানবাধিকার সুরক্ষা—আমার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল বাচ্চু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচএম মজিবুর রহমান। মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন—
“মানবাধিকার কেবল একটি আন্তর্জাতিক আইন নয়, এটি মানুষের জন্মগত অধিকার। সমাজের প্রতিটি মানুষকে এর সুরক্ষায় এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সহ-সভাপতি মোহাম্মদ ধনু মিয়া
সাধারণ সম্পাদক নাঈমুর রহমান
সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়া
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বেপারী
মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার
ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল মিয়া
ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম
আইন বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক
বক্তারা বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করতে সংগঠনটি কাজ করছে। তারা আরও জানান, ভবিষ্যতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা, সেমিনার ও ফ্রি লিগ্যাল সাপোর্ট সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে।
আলোচনা সভা শেষে বিশ্ব মানবাধিকার দিবসের কেক কাটা হয় এবং দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতি বছরই দিবসটিকে ঘিরে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।