1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশনেত্রীর প্রয়াণ, রাষ্ট্রের ব্যর্থতা ও ইতিহাসের কাঠগড়া কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো। নাগরিক শোকসভায় নেতৃত্বের সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচার অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

১৬ই জানুয়ারি শুক্রবার, ‌ দত্ত বাগান মিল্ক কলোনীর সংযোগস্থলে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত, ফুড ফেস্টিভ্যাল ২০২৬ এর শুভ সূচনা হলো ১৫ই জানুয়ারি ঠিক বিকেল সাড়ে চারটায় সকল অতিথি‌ ও স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতে। এই মেলা চলবে ১৫ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত সকলের দেখার সুযোগ থাকছে। কোন রকম প্রবেশ মূল্য নাই। থাকছে দিন সংগীতানুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন সকলের প্রিয় মানুষ ও বিধায়ক শ্রী অতীন ঘোষ, বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র মান্না ও তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি দেবীকা চক্রবর্তী, প্রিয়দর্শিনী, সোহিনী গুহ রায়, অম্বরিস ভট্টাচার্য, রুক্মিনী মৈত্র, কৌশানী মুখার্জী, বনি সেনগুপ্ত সহ অন্যান্যরা এবং উপস্থিত ছিলেন গায়ক কেশব দে।

প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে এই ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন, এরপর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন।

ফুড ফেস্টিভ্যাল মানেই মুখরো চোখ আর জিভে জল আনা খাবার, পিঠে পুলি থেকে শুরু করে সমস্ত রকম খাবারের টল এই মেলায় আয়োজন আছে। আর শীতের মরশুমে কে না চায় এইরকম খাবার। তাই সকলেই একবার মুখের স্বাদ পাল্টে নিতে চায়। সপরিবারে মেলায় এসে তাহাদের পছন্দের খাবার কিনে খাওয়ার জন্য, রয়েছে রকমারি খাবারের আয়োজন।‌

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে যানালেন, বেলগাছিয়া দত্ত বাগানে এই প্রথম এত সুন্দর একটি মেলার আয়োজন করলেন আমাদের এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক অতীন ঘোষ।, আগে কোনদিন হয়নি, আমরা কৃতজ্ঞ এরকম একটি মেলা উপহার পেয়ে, তাই
একটা কথাই বলবো – ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত যে এসে গেছে আর এই অঞ্চকে আলোকিত করে ফুটিয়ে তুলেছেন স্বনামধন্য শিল্পীরা। দূর দুরান্ত থেকে পেটুকপ্রেমী এবং দর্শকরা ভীর জমাচ্ছেন মেলায়, আমরা আনন্দিত ও খুশি, সবাইকে এইরকম একটি উপহার দিতে পেরে, আশা করছি সকলে এই মেলাতে আরো সুন্দর করে তুলবেন আর এই মেলা উপলক্ষে থাকছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। সনামধন্য শিল্পীরা মঞ্চ আলোকিত করবেন গানের মধ্য দিয়ে। বিভিন্ন জেলা থেকে খাবারের স্টল এই মেলায় অংশগ্রহণ করেছেন।

দর্শকরা ও পেটুক রসিকরা জানালেন, এরমধ্যে এরকম একটি ফুট মেলা না হলে জমে না, এইরকম একটি এলাকায় মেলা হওয়ায় আমরা খুশি, কারণ সচরাচর বাড়িতে সব রকম খাবার তো তৈরি করা সম্ভব নয়, তাই সবাই চায় একবার মুখের স্বাদ পাল্টে নিতে।, সন্ধির খাবার কিনে খেয়ে, মেলায় যতরকম খাবার জিনিস পাওয়া যায়, কোনদিনই বাড়িতে তৈরি করা সম্ভব নয়। তাই সবাই মিলে একটা দিন আনন্দ উপভোগ করছি মেলায় এসে। যে যার পছন্দের জিনিস কিনে খাচ্ছি। আমাদের তরফ থেকে রইলো মেলার উদ্যোক্তাদের শুভেচ্ছা।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com