গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব মানবকল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা এবং স্বর্গীয় আত্মাদের সদগতি কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউল -টিয়া মহাশ্মশান ঘাট প্রাঙ্গণে শুরু হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্ট -কালীন নীলাকীর্তন।
প্রথম বার্ষিকী শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় মহোৎসব চলবে ১৬ প্রহরব্যাপী — যা শুরু হয়েছে ২০ অক্টোবর এবং শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ তারিখে।
অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী শ্রী পরেশ চন্দ্র ধর ও নিতাই চন্দ্র জোয়াদ – দার। পৃষ্ঠপোষক শ্রী জয়দেব চন্দ্র কর। সভাপতি কমল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র পোদ্দার এবং কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এলাকার ভক্তবৃন্দ ও আউলটিয়া মহাশ্মশান কমিটির সদস্যরা।
আধ্যাত্মিক আবহে মুখরিত এ যজ্ঞমঞ্চে দেশজুড়ে আগত বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনদল মধুর হরিনাম পরিবেশন করছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য —
শ্যামসুন্দর সম্প্রদায় (খিলদা, কালিহাতী),
নিত্যানন্দন সম্প্রদায় (আউলটিয়া, কালিহাতী),
লোকনাথ সম্প্রদায় (রাজাফৌয়, টাঙ্গাইল),
রাধামন্দির সম্প্রদায় (খুলনা),রাধাগোবিন্দ সম্প্রদায় (পাটিতা পাড়া, টাঙ্গাইল),শ্রী পাগল সম্প্রদায় (সিংহরাগী, দেলদুয়ার),ও বীণাপাণি সম্প্রদায় (গাইবান্ধা)।।। বিশেষ আকর্ষণ ছিল শ্রীশ্রী বেণীমাধব সম্প্রদায়, নওগাঁ-এর পরিবেশিত মনোমুগ্ধকর লীলা কীর্তন,এছাড়া কুমারী মুক্তি নন্দী বর্ষা (দেলদুয়ার) ও আনন্দ চন্দ্র পাল (কালিহাতী)-এর সুরেলা কীর্তন শ্রোতাদের আবেগাপ্লুত করেছে। পবিত্র গীতা পাঠে অংশ নিচ্ছেন গোপাল চন্দ্র দাস (আউলটিয়া), অমর চন্দ্র ধর (বাগুটিয়া) ও গোপাল চন্দ্র (সিলিমপুর)।
ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ ভরে উঠেছে ‘হরি বোল’ ধ্বনিতে। আয়োজকরা জানান, এ মহানাম যজ্ঞের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।