বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন শুধু একটি নাম নয়—তিনি হয়ে উঠেছেন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। এশিয়া মহাদেশের ভেতরে একজন প্রভাবশালী নেতা হিসেবে তারেক রহমান আত্মপ্রকাশ করবেন—এমন প্রত্যাশার কথা জানিয়ে দেশজুড়ে আশাবাদ প্রকাশ করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের মতে, অচিরেই পুরো বিশ্বের নজর থাকবে তারেক রহমানের দিকে, থাকবে বাংলাদেশের দিকেও। তারা বিশ্বাস করেন, ইনশাহআল্লাহ এশিয়া মহাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ের একজন নেতা হিসেবে তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব ও কৌশলগত অবস্থান ইতোমধ্যেই বিরোধী শক্তির মধ্যে চাপ সৃষ্টি করেছে বলে দাবি করে দলীয় নেতারা। তাদের ভাষ্যমতে, “তারেক রহমান বাংলাদেশের বিরোধীদের ঘুম হারাম করে দিয়েছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক শক্তি আজ দেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।”
নেতাকর্মীরা আরও বলেন, ইনশাহআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ একজন যোগ্য, সাহসী ও দেশপ্রেমিক নেতা পাবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষ একদিন তাদের ন্যায্য নেতৃত্বের স্বাদ পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
তাদের কণ্ঠে দৃঢ় প্রত্যয়—
“সেদিন আমরা গর্ব করে বলবো, আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন—তারেক রহমান।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানকে ঘিরে সমর্থকদের এই প্রত্যাশা আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করবে জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর।
ইনশাহআল্লাহ—বাংলাদেশ এগিয়ে যাবে যোগ্য নেতৃত্বের পথে—এমন আশাতেই দিন গুনছে তার সমর্থকরা।