বঙ্গ নিউজ বিডি ডেস্ক : শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নিন্দা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন,
“আমি ছাত্রদলসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান করছি—সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে গুলিবর্ষণ বা হামলার মতো ন্যক্কারজনক ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত রোববার শুরু হওয়া এই কর্মশালায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন। কয়েকদিনব্যাপী কর্মশালায় দলের ভবিষ্যৎ নীতিমালা, সংগঠন কাঠামো ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।