গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর ছিল কালিহাতী। ঢাক-ঢোলের তালে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মা দুর্গাকে নৌকায় তুলে বিদায় জানান ভক্তরা।
মা দুর্গাকে বিদায় জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। বিদায়ের বেদনার সাথে সাথে চারদিকে বইতে থাকে আনন্দ-উৎসাহের ঢেউ। আর এই উৎসবকে ঘিরে কালিহাতীতে বসে জমজমাট মেলা। মেলায় ছিলো শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন, খেলনা, মিষ্টি আর দেশীয় খাবারের দোকান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসন ছিলো তৎপর।
সকলের উপস্থিতিতে বিজয়া উৎসব ও মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। ভক্তরা প্রত্যাশা করেন, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবারও মা দুর্গা ফিরে আসবেন আগামী বছর।
গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি