আবুল হাসনাত তুহিন ফেনী:-বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আইন ও অধিকার ফাউন্ডেশন ফেনী জেলা শাখার পক্ষথেকে গরীব ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
(১০ ডিসেম্বর) বুধবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক শাহীন মজুমদার সহ সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রায় একশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ক্ষুদ্র উপহার প্রদান করেছি ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।