1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব খুলনায় ১১ দলীয় জোটের নিবাচনী জনসভা অনুষ্ঠিত। স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সচিবের ইচ্ছায় এবার বিটিভির প্রধান প্রকৌশলী হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মারুকা–বিটেশ্বরে ড. মোশাররফ হোসেনের জনসভায় জনসমর্থনের বিস্ফোরণ মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন, ডেভিল হান্ট ফেইজ–২ এ ২২ হাজারের বেশি গ্রেফতার — স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা): ধানের শীষে ভোটের ডাক, ঘরে ঘরে গণসংযোগে বিএনপি নেতৃবৃন্দ জামায়াতে ইসলামী এখন ভণ্ডামির রাজনীতি করছে: কায়কোবাদ

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা ও হুমকির অভিযোগে ফুলতলা থানায় সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেন জামায়াতের ফুলতলা উপজেলা যুব জামায়াতের সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন শেখ।
অভিযোগে বলা হয় ২৭-১-২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৭.২০ মিনিটের দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারণা চলা কালে অটোরিকশা যোগে (মাইকিং) প্রচারণা কাজে নিয়োজিত মোঃ আলাউদ্দিন (৪৫) পিতা- সানাউল্লাহ শেখ, এনামুল মোল্লা(২৫) পিতা- আতিয়ার রহমান মোল্লা, অটোরিকশার ড্রাইভার মোঃ আসলাম গাজী(৫০)পিতা-ইদ্রিস গাজী আলকা বেস্ট ভাটা সংলগ্ন মোড়ের কাছাকাছি আসলে আগে থেকে সেখানে থাকা বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাদের উপর হামলা ও হুমকির অভিযোগে কয়েকজনের নাম দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে তিনি আরও বলেন,
বিবাদী আবুল কালাম(৪০)পিতা-আলতাপ শেখ,গ্রাম- দামোদর শীত পাশার ডাঙ্গা প্রথমে এসেই মাইক বন্ধ কর বলেই গাড়িতে ধাক্কা-ধাক্কি শুরু করে এবং গাড়িটি উল্টিয়ে দিতে চেষ্টা করে, এসময় অন্য বিবাদী টিটু জমাদ্দার(৪০)পিতা-মোজাফফার জমাদ্দার,পিন্টু জমাদ্দার(৪৫)পিতা-আঃ জাব্বার জমাদ্দার গ্রাম-জমাদ্দার পাড়া সহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন এসে গাড়িতে বাধা মাইকের উপর হামলা করে মাইকের তার ছিড়ে দেয় এবং মাইকটি ক্ষতিগ্রস্থ করে এসময় গাড়িতে থাকা অটোরিকশা ড্রাইভারসহ বাদীপক্ষ তাদের বাধা দিতে গেলে উপরোক্ত বিবাদীসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন তাদের উপর হামলা করে এবং পুনরায় উক্ত এলাকায় প্রচারণায় আসলে বাদীগনকে দেখে নেওয়ার হুমকি দেয়,
এসময় গাড়িতে থাকা বাদী ও তার সঙ্গীদের অশালীন ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করা হয়
ফুলতলা থান অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা উপস্থিত গণমাধ্যমের সামনে বলেন,
ঘটনার পর পরই আমরা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচনী পরিচালকসহ খুলনা ডিসি অফিসে বার বার যোগযোগ করার চেষ্টা করেও তাদের থেকে কোনো প্রকার সহযোগিতা বা পরামর্শ পাচ্ছি না।
অধ্যাপক আব্দুল আলীম মোল্লা আরও বলেন,
নির্বাচন কমিশন তাদের সততা এবং নিরপেক্ষতার পরিচয় দিতে এখনও পর্যন্ত ব্যার্থ হয়েছে,
তাই তাদের কাছে এই জাতি ফেয়ার নির্বাচন আশা করে না।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, উপজেলা নায়বে আমীর মাওলানা শেখ ওবায়দুল্লাহ,শেখ আলাউদ্দিন, ড. আজিজুল হকসহ দামোদর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত নেতা কর্মীরা।

ফুলতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,
অভিযোগটি আমরা গুরুত্বসহকারে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি, উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আনিত অভিযোগ গুলি সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হলে আমার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com