বঙ্গনিউজবিডি ডেস্ক : জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে বদলিপূর্ব প্রেষণে নিয়োগের কথা জানানো হয়।
ড. হারুন অর রশিদ বিশ্বাস ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৬৫ সালের ১১ জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।