1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

শপথ নিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই সংসদ সদস্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ঢাকা-১৪ আসনের আগাখান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান হিসেবে শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু’র মৃত্যুতে কুমিল্লা-৫ আসন ও আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শুন্য হয়। আগামী ১৪ জুলাই দু’টি আসনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও অন্য কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com