বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল পদ্মা (২য় তলা), ঢাকায় বসন্ত বিলাস-কালারস মাল্টিমিডিয়া এ্যাওয়ার্ড-২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।
এ্যাওয়ার্ড পাচ্ছেন যারা
অর্থ ও বানিজ্য মোঃ মেহের আলী
চিকিৎসা সেবা ডাঃ মানার হাফিজ শিকদার
সমাজসেবা মোঃ বাবুল হোসেন
তরুন উদ্যোক্তা মোঃ রুবেল হোসেন
অভিনয় শিরতাজ জাহান জেবিন
সংগীত ইবনাত সালমা
নৃত্য- সাদরিন রহমান ভূঁইয়া পিয়া
সংবাদ পাঠ অনামিকা হাসান পুনম বলে
মডেল লুনা হোসেন
সাংবাদিকতা মোঃ শাহিন মিয়া
বিশেষ জুড়ি এ্যাওয়ার্ড – মোহাম্মদ মহসিন
বিশেষ জুড়ি এ্যাওয়ার্ড – নাবিলা রেহনুম
প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন-আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন সংগীত শিল্পী রুনা লায়লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশসেরা সংগীত শিল্পী মোঃ খুরশিদ আলম।
সভাপতিত্ব করবেন দেশ বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, উপদেষ্টা কালারস মাল্টিমিডিয়া-ঢাকা।
অনুষ্ঠানে সহযোগীতা করেন: আবুল হোসেন আক্কাস, মেহেদি হাসান।
স্টিল ফটোগ্রাফী: মোস্তাফিজুর রহমান মিন্টু-বাংলাদেশ বেতার
বসন্ত বিলাস-কালারস মাল্টিমিডিয়া এ্যাওয়ার্ড-২০২৫ পরিচালনা করেন কালারস মাল্টিমিডিয়া এর পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব নাজমুল খান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন: ফয়জুল্লাহ সাঈদ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার: চ্যানেল আই