1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

আওয়ামী লীগের তিন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন আসনে উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আগা খান মন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবদুল হাশেম খান মনোনয়ন পেয়েছেন।

শনিবার সকালে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি এই মনোনয়ন চূড়ান্ত করেন।

গণভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

গত বৃহস্পতিবার এই তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় কুমিল্লা-৫ আসনের জন্য। আর ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৪ জন।

তিনবারের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়।

তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু দিন হওয়ায় জাতীয় পার্টির আপত্তির প্রেক্ষিতে উপনির্বাচনের তারিখ পেছানো হয়।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com