নিজস্ব প্রতিবেদক : শত অপরাধ এবং কোটি-কোটি টাকা দুর্নীতি প্রমাণের পরও এবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম-কে বানানো হচ্ছে বিটিভির প্রধান প্রকৌশলী। এই মনিরুলের বিরুদ্ধে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কয়েকটি তদন্ত রিপোর্ট, দুর্নীতি দমন কমিশনের একাধিক প্রতিবেদন দাখিল করার পরেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর ব্যক্তিগত লাভের কারণে শত বাধা উপেক্ষা করে সুকৌশলে মনিরুলকে এই পদে বসাচ্ছেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যাচাই বাছাই শেষে গত ০৬ নভেম্বর পুনরায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে, সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আঁতাত করে পুরো ইঞ্জিনিয়ারিং শাখার টেন্ডার এবং বদলি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক’শ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মো: মনিরুল ইসলামের এই দুর্নীতির বিষয়ে দেশ-বিদেশের শতাধিক মিডিয়ায় খবর প্রচার হয়েছে কিন্তু রহস্যজনক কারণে তাকে এখনো অবৈধভাবে উচ্চ পদেই বহাল রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এর আগেও এনএসআই এবং দুর্নীতি দমন কমিশন তাদের রিপোর্টে এসব তথ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিল। কিন্তু ছাত্রলীগের এই শীর্ষ নেতার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। বিটিভির গুপ্তধনক্ষ্য্ত ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কোটি কোটি টাকা লুটের আশায় এবার মনিরুলের বিরুদ্ধে NSI রিপোর্টসহ দুর্নীতির সকল অপকর্মের প্রমাণ গোপন করে তাকে প্রধান প্রকৌশলী বানানোর প্রস্তাব বিটিভিকে চাপ প্রয়োগ করে মন্ত্রণালয় সংগ্রহ করেছে।