কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী পক্ষে ৫ম দিনের গণসংযোগ
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী পক্ষে টানা ৫ম দিনের গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। শনিবার দিনব্যাপী এই গণসংযোগে তিনি পৌরসভার আওতাধীন মাইজপাড়া, উত্তর গাজীপুর, দক্ষিণ গাজীপুর, গোয়ালমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেন্দী বাজার এবং সর্বশেষ নাগেরকান্দি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
দক্ষিণ গাজীপুরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন দুলাল সরকার। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন নিজাম উদ্দিন জুয়েল।
এরপর গোয়ালমারী ইউনিয়নের সেন্দী বাজারে বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক এম.এ. সাত্তার, ভিপি সাহাবুদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম এবং মাহবুব খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “সেন্দী গ্রাম আমার খুব কাছের—নাগেরকান্দি আমার আত্মীয়তার গ্রাম। অতীতে আপনারাই আমাদের বাবাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। গত ১৫ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার নিজের ভোট নিজেই দেবেন। আর কেউ জোর করে ভোট নিতে পারবে না।”
তিনি আগামী নির্বাচনের দিন ধর্মীয় ও নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমি আশা করি, ধলুতেরকান্দি কেন্দ্রসহ পুরো এলাকায় বিএনপিকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।”
নাগেরকান্দি গ্রামে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে পথসভা সমাপ্ত হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কুমিল্লা–১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।