নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি প্রশ্ন তুলেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিখেছেন— “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?”
পোস্টে রাবেয়া ইসলাম শম্পা বলেন, ফিরনাসের কোনো দায়িত্ব নেওয়ার অজুহাতে তার বাবার হত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে জানান, “ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার।”
নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার সমালোচনা করে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর দিনদুপুরে প্রকাশ্যে একজনকে হত্যা করে খুনিরা পালিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো বিচার হয়নি—এমন বাস্তবতায় জনগণ কীভাবে ভোটের ওপর আস্থা রাখবে, সেই প্রশ্নও তোলেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য হলেও বর্তমান কর্মকাণ্ডে জনগণের বিশ্বাস ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন শম্পা।
শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো প্রলোভনেই তিনি ও তার সন্তান ফিরনাস আপস করবেন না। ওসমান হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হত্যার বিচার আদায়ে তারা এই দেশের মাটিতেই লড়াই চালিয়ে যাবেন।