দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী এবং কুমিল্লা–১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ বাসায় ডেকে নিয়ে তাঁকে ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে বিএনপির নেতৃত্বে যুক্ত হওয়ার অনুরোধ জানান। তিনি প্রথমে রাজি না হলেও শহীদ জিয়ার দৃঢ় প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন। “সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বিএনপির সঙ্গে আছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত থাকব,”—বলেন তিনি। ড. মোশাররফ আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যেত।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তন এবং রাষ্ট্র গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম শামসুল হক (সাবেক সভাপতি, দাউদকান্দি উপজেলা বিএনপি), বীর মুক্তিযোদ্ধা হাসেম চেয়ারম্যান, এম এ আব্দুল লতিফ ভূঁইয়া আহবাহ দাউদকান্দি উপজেলা বিএনপি, আলহাজ্ব জসিম উদ্দীন দাউদকান্দি উপজেলা বিএনপি,ভিপি জাহাঙ্গীর আলম সদস্য সচিব দাউদকান্দি উপজেলা বিএনপি,শওগাত চৌধুরী পিটার, মো. মোস্তাক সরকার, এম এ সাত্তার, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরিফ হোসেন চৌধুরী, রোমান খন্দকার (সদস্য সচিব, দাউদকান্দি উপজেলা যুবদল), কামাল হোসেন, মো. ফিরোজ মিয়া, জিয়াউল হক জিয়া, মো. রাসেল মিয়াসহ আরও অনেকে। এছাড়া দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার ও পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আহমেদ সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।