ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ” শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আয়োজনে সালন্দর ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পরিচালক জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক বাণিজ্যিক কার্যক্রম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, ঠাকুরগাঁও বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মহসীন মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরদার মোস্তফা শাহিন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন প্রমুখ।
“গণভোট ও সংসদ নির্বাচন-২০২৬, দেশের চাবি
আপনার হাতে”- এই প্রতিপাদ্যের উপর আলোচনা করেন বক্তারা, তারা স্রোতা সাধারণকে দেশ ও জাতির এ গুরুত্বপূর্ণ সময়ে জেগে উঠে নিজেদের ঠিক ভূমিকাটি পালন করবার গুরুত্ব তুলে ধরেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত ও একক গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের ব্যাপারে স্রোতা সাধারণকে উৎসাহিত করা হয়।
জাকির মোস্তাফিজ মিলু