বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে লাগা আগুনে এক পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি নির্বাপণ করতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী সন্তান কাজী ফাইয়াজ রিশান (২)। বাকি নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার পরপরই ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়া অনেককে জানালা ও ছাদ থেকে উদ্ধার করতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক নেমে এসেছে এলাকাজুড়ে। নগর ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সচেতন