এস এম শাহ্ জালাল সাইফুল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানের নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে দলীয় রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। এই উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রদল সভাপতি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক চেতনা এবং দেশপ্রেমিক আদর্শে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষের। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আন্দোলন আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকীয় দৃষ্টিতে বলা যায়, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ছাত্রদলের মতো অগ্রণী সংগঠনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা কেবল সৌজন্যের প্রকাশ নয়; বরং এটি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ঐক্য, দৃঢ়তা ও সাংগঠনিক গতিশীলতার বার্তা বহন করে।
শুভকামনা ও অভিনন্দনের মধ্য দিয়ে স্পষ্ট—তারেক রহমানের নেতৃত্বকে ঘিরে বিএনপির ভেতরে ও বাইরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী, আর সেই প্রত্যাশা বাস্তবায়নের চ্যালেঞ্জই এখন রাজনীতির মূল সুর।