1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জীবন ও মৃত্যুতেও বাংলাদেশ: বেগম জিয়ার নীরব অথচ গভীর প্রত্যয় রাজ্যের এগারটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবীত- একটি প্রেস কনফারেন্স সুবোধ মল্লিক স্কোয়ারের ভুটানি মার্কেটে,গরমের পোশাক সাজানো দোকান গুলি আগুনে বশীভূত মুছাব্বির হত্যার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রাঙামাটির বনরুপার জেবি স’মিল এলাকায় ড্রেন নির্মান ও রাস্তা সংষ্কারে বাধা দেওয়ার অভিযোগ ঋণ খেলাপির প্রশ্নে প্রার্থীতা স্থগিত: কুমিল্লা-৪ আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) উদ্যোগে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত প্রবাসে ইতিহাসের স্বীকৃতি: ‘খালেদা জিয়া স্ট্রিট’ ও বাংলাদেশের রাজনৈতিক মর্যাদা রাঙ্গামাটি–২৯৯: নারী প্রতিনিধিত্ব, সম্পদের অসামঞ্জস্য ও রাজনীতির কঠিন প্রশ্ন তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

এনআইডির বাধ্যতামূলক নিবন্ধন জোরদার ও বৈধ বাজার ব্যবস্থার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইডি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : দেশের মোবাইল ফোন সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত, ভোক্তা সুরক্ষা জোরদার এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ভিত্তিক সিম নিবন্ধন ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মতামত ব্যক্ত করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এমআইডি)।
আজ রাজধানীর ইন্টারকন্টিনেটাল হোটেলে ঢাকা আয়োজিত সংবাদ সম্মেলনে এমআইডি জানায়, এনআইডি যাচাইয়ের মাধ্যমে সিম নিবন্ধন কঠোরভাবে বাস্তবায়ন হলে অবৈধ, নকল ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে, যা সরাসরি ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে ফোন ক্লোনিং, প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি সরকার ১ জানুয়ারি থেকে এনআইডি ভিত্তিক মোবাইল সিম নিবন্ধন ব্যবস্থা আরও কঠোর করার যে উদ্যোগ নিয়েছে, তা সময়োপযোগী ও ইতিবাচক। এই নীতিগত সিদ্ধান্ত দেশের মোবাইল ফোন শিল্পে দীর্ঘদিনের অনিয়ম দূর করে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।
এমআইডির নেতারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে বৈধ ব্যবসা উৎসাহিত হবে এবং ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করা হয়।
সংগঠনটি আরও জানায়, বর্তমানে দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এই শিল্পে সরাসরি প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী শ্রমিক। পাশাপাশি ডিলার, ডিস্ট্রিবিউশন, সার্ভিস ও খুচরা ব্যবসাসহ পরোক্ষভাবে আরও প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এমআইডির তথ্যমতে, মোবাইল ফোন শিল্প থেকে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব, ভ্যাট ও ইউটিলিটি বিল আয় করছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, এনআইডি বাস্তবায়নকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী ও অবৈধ চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এমআইডি এ ধরনের অপপ্রচার ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান কামনা করে।
সংবাদ সম্মেলনের শেষে এমআইডি নেতারা বলেন, সরকারের সমন্বিত ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে এনআইডি ভিত্তিক নিবন্ধন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে মোবাইল ফোন শিল্প আরও টেকসই হবে এবং ভোক্তা স্বার্থ সুরক্ষার পাশাপাশি দেশের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com