1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী ও মামুনুল হক মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা, জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত লাখো মানুষের ঢলে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বের শেষ শ্রদ্ধা তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করলেন নেপাল-ভুটানের পররাষ্ট্রমন্ত্রী জানাজার জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ প্লাজার প্রবেশ পথ আই সি টি ঐক্য মঞ্চের ডাকে- বঞ্চিত চাকরি প্রার্থীরা,সমাবেশ করলেন এবং ডেপুটেশন দিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড. খন্দকার মোশাররফ ও ড. খন্দকার মারুফের গভীর শোক ও সমবেদনা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা, জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : জনসমুদ্রে পরিণত হওয়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলা পৌনে তিনটার দিকে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। জাতীয় পতাকায় মোড়ানো কফিন গাড়ি থেকে নামিয়ে জানাজাস্থলে নির্মিত অস্থায়ী মঞ্চে রাখা হয়। সামনের সারিতে তখন দাঁড়িয়ে ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংক্ষেপে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরেন। তিনি বলেন, বেগম জিয়া পরিপাটি থাকতে ভালোবাসতেন এবং ফুলের প্রতি ছিল তাঁর বিশেষ অনুরাগ। সে কারণেই তাঁর সমাবেশগুলো থাকত সুশোভিত।
নজরুল ইসলাম খান জানান, ১৯৬০ সালের ৫ আগস্ট তৎকালীন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট পুত্র আরাফাত রহমান কোকো আওয়ামী লীগ শাসনামলে ২০১৫ সালে মালয়েশিয়ায় অবস্থানকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপি কঠিন সময়ের মুখে পড়ে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে দলের কাউন্সিলে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বে ছিলেন। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছরের আন্দোলনের পর ১৯৯১ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনেন তিনি এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নজরুল ইসলাম খান বলেন, “খালেদা জিয়াকে তাঁর জীবনের শেষ পর্যন্ত কেউ আপসে বাধ্য করতে পারেনি। তিনি জনগণের সঙ্গেই থেকেছেন। তিনি বলতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।”
জানাজায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, “আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি কারও কাছে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন—আমি তা পরিশোধ করব। একই সঙ্গে তাঁর কোনো কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে মরহুমার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।”
তারেক রহমানের বক্তব্যের পর বিকেল ৩টার দিকে জানাজা শুরু হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়। সেখানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com