এস এম শাহ্ জালাল সাইফুল,দাউদকান্দি কুমিল্লা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিকে একই দিন দাউদকান্দি বিশ্ব রোড সংলগ্ন ঈদগাঁহ বালুর মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় বক্তারা বলেন,
“বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দাউদকান্দিবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবারও এই এলাকার উন্নয়ন ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে।