নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে (৭ জানুয়ারি ২০২৬) মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে। তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভায় নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অগ্রগতি, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
হাদি হত্যাকাণ্ড: ১১ জন গ্রেফতার, বিপুল আলামত উদ্ধার
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল
৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা
ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও বুলেট
প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক।
তিনি বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে প্রকৃত অপরাধী ও মদদদাতাদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান
স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, দলগুলোর ভেতরে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা অনুপ্রবেশের চেষ্টা করছে। না জেনে এদের আশ্রয় দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিতে পড়বে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: ২২ হাজারের বেশি গ্রেফতার
গত ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে—
৯,৯৯৩ জন গ্রেফতার।
মামলা ও ওয়ারেন্টমূলে মোট ২২,৩৪১ জন আটক
উদ্ধার করা হয়েছে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, গ্রেনেড, মর্টারের গোলা, বোমা তৈরির উপকরণসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক।
সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনায় অগ্রগতি
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মো. রুবেল গ্রেফতার।
খুলনায় শ্রমশক্তি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় ডি.কে. শামীমসহ ৩ জন আটক
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় র্যাব ও পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার।
কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় বিপুল ককটেল ও কেমিক্যাল উদ্ধার, এক সহযোগী গ্রেফতার
খুলনা আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় মূল আসামি ইজাজুল হোসেন আটক।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের রুখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”