বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানের ভোটার নিবন্ধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধনের প্রাথমিক সব কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে তারা সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও চোখের আইরিশ—প্রদান করেন। তারা রাজধানীর গুলশান এলাকার ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন।
ইসি সচিব আরও বলেন, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের যেকোনো যোগ্য নাগরিককে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে পূর্ণ কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হয়। সেই আইনগত বাধ্যবাধকতার কারণেই তাদের নথি আগামীকাল কমিশনের টেবিলে উপস্থাপন করা হবে।
আখতার আহমেদ জানান, তারেক রহমান ও জাইমা রহমানের এনআইডি নম্বর আজকের মধ্যেই জেনারেট হতে পারে। তবে বায়োমেট্রিক তথ্যগুলো কেন্দ্রীয় সার্ভারে আপলোড করে প্রযুক্তিগত যাচাই-বাছাই সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। যাচাই শেষ হলেই তারা চূড়ান্ত এনআইডি নম্বর পাবেন।
আগামীকাল কমিশন কীভাবে সিদ্ধান্ত নেবে—এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথিতে স্বাক্ষরের মাধ্যমেও অনুমোদন দিতে পারে। বিষয়টি পুরোপুরি কমিশনের এখতিয়ারভুক্ত।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজই প্রথমবারের মতো ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। একই দিনে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশ নেন।