বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, তারেক রহমানের দেশে ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সংহত হবে এবং রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার হবে।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের তারেক রহমানের দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক শক্তির গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।