আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় রাজধানীর পল্টনে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত “টইটই” সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন ফেনীর দাগনভূঞার কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন। টইটই-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লবের সঞ্চালনায় আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে উক্ত আয়োজনের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। উদ্বোধক ছিলেন কবি ও কথা-সাহিত্যিক শাওন আজগর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খান সহ অসংখ্য কবি ও লেখকদের সমাগম। কবি তার বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে, মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে এদেশের সকল কবি ও লেখক সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, শহীদ শরীফ ওসমান হাদীর রেফারেন্স টেনে এনে এদেশের পরবর্তী প্রজন্মকে জাগ্রত করতে হলে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হলে শহীদ শরীফ ওসমান হাদীর পথ অনুসরণ করা উচিত। পাশাপাশি তিনি শহীদ ওসমান হাদীকে উৎসর্গিত নিজের স্বরচিত কবিতা “ তুমি নক্ষত্ররাজ “ কবিতাটি আবৃত্তি করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।