ওমর ফারুক বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন ফেনীর কৃতি সন্তান মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া। প্রবাসে থেকে দীর্ঘদিন ধরে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ খেতাব দেওয়া হয়।
গত বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সিআইপি অ্যাওয়ার্ড তুলে দেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্রসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় দুই দশক আগে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া। শুরু থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কঠোর পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য, পর্তুগালসহ এশিয়া ও ইউরোপের মোট ১৬টি দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করছেন।
সিআইপি সম্মাননায় ভূষিত হওয়া এই সফল প্রবাসীর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডোমরুয়া গ্রামে। তিনি প্রয়াত মজির উদ্দিনের পুত্র। এই সম্মাননা তিনি ফেনীবাসীর প্রতি উৎসর্গ করেছেন বলে জানান।
এ বছর তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শিল্পখাতে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য একজন, বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৭৫ জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য আমদানিতে অবদানের জন্য ১০ জনকে সম্মানিত করা হয়।