বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলে বিএনপির নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছিল এবং এখনও তারা একই ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না।”
তিনি আরও বলেন,
“গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চরম অবমাননা করেছে জামায়াত। এই বক্তব্য শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার শামিল।”
মির্জা আব্বাস বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যে কোনো প্রচেষ্টা বিএনপি দৃঢ়ভাবে প্রতিহত করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে।
এ সময় বিএনপি নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।