বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অর্থ পাচারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় সাইমন ওভারসিজ লিমিটেডকে অব্যাহতি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় জানিয়েছে, সাইমন ওভারসিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র জানায়, এয়ার টিকিটের ভাড়া কৃত্রিমভাবে বাড়ানো ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নামবিহীন গ্রুপ বুকিং ও সিট ব্লক করার অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাইমন ওভারসিজের বিরুদ্ধে অপপ্রচার চালায়।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (ATAB)-এর ২০২৪-২০২৫ মহাসচিব এবং সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরই অভিযোগটি উত্থাপিত হয় বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলবের জবাবে সাইমন ওভারসিজ ব্যাংক স্টেটমেন্ট, IATA BSP রিপোর্ট, টিকিট কপি ও সংশ্লিষ্ট নথিপত্র দাখিল করে। পর্যালোচনায় অভিযোগটি বানোয়াট ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এক পত্রে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সাইমন ওভারসিজ লিমিটেড জানায়, মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্রাভেল ট্রেড সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ATAB নির্বাচন ও ট্রেড সংস্কার উদ্যোগকে কেন্দ্র করেই এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তারা প্রকৃত সংস্কার কার্যক্রমে সবাইকে সচেতন ও সহায়ক থাকার আহ্বান জানান।