মোঃ জামাল উদ্দিন দুলাল : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। দি ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম সরকার সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের জামায়াত মনোনীত প্রাথী সাইফুল ইসলাম শহীদ, নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মোঃ ময়নাল হোসেন মনির, নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: জামাল উদ্দিন দুলাল,নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, রাশিদুল মনির খান, শিক্ষক মোঃ জামাল হোসেন সরকার সহ অভিভাবক সহ আরো অনেকে প্রমূখ। এসময় উপস্থিত বক্তারা বলেন -শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খোজ খবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।