সংবাদ প্রতিবেদক: কাজল, গাজীপুর, ২৫ অক্টোবর ২০২৫ — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের জনপ্রিয়, সৎ ও জনদরদী নেতৃবৃন্দের তালিকায় নাম উঠেছে সমাজসেবক শওকত হোসেন সরকার। দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সমাজকল্যাণে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং নিরলসভাবে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন।
৬ নং কাশিমপুর ওয়ার্ডের কৃতি সন্তান শওকত হোসেন সরকার কাশিমপুরের মাদ্রাসা ও এতিমখানাসহ এলাকার শিক্ষাব্যবস্থা ও সামাজিক সেবায় নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন। স্থানীয়রা তাকে মানবিক সহায়তার প্রতীক হিসেবে দেখেন।
স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দারা উল্লেখ করেন, শওকত হোসেন সরকার দলগত বিভাজন ছাড়াই বাস্তবভিত্তিক কাজে অগ্রাধিকার দেন—এটি তার রাজনৈতিক দর্শনের মূল কথা। তিনি যুক্তি ও ইতিবাচক পর্যবেক্ষণের মাধ্যমে এলাকার ন্যায় ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছেন।
বিএনপি থেকে গাজীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন শওকত হোসেন সরকার। তিনি বলেন, আমি মানুষের কল্যাণ ও ন্যায়বিচারের জন্য কাজ করি। কাশিমপুরসহ সমগ্র এলাকার সুফল নিশ্চিত করা আমার উদ্দেশ্য; দেশের কল্যাণে কাজ করে যেতে চাই—দেশবাসীর দোয়া আমার শক্তি।
স্থানীয়রা বলছেন, যদি বিএনপি তাকে প্রার্থী করে, তাহলে শওকত হোসেন সরকার স্বচ্ছতা ও কর্মযোগে কাশিমপুরের উন্নয়নকে ত্বরান্বিত করবেন এবং ক্ষুদ্র, দুর্বল জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার জন্য প্রগতিশীল নেতৃত্ব প্রদর্শন করবেন।