ইমরান মাসুদ : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হতে র্যালী শুরু হয়ে উপজেলার বালুর মাঠে গিয়ে শেষ হয়।
দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অবিনাশ কর্মকার, দাউদকান্দি উপজেলা একাডেমিক সুপারভাইজার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহসান,দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ সময় র্যারি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন দাউদকান্দ দাউদকান্দি পৌরসভায় অবস্থিত ড.খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম, এবং দাউদকান্দি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন সহ দাউদকান্দি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলীগণ।