নুরুল আহমেদ রনি : মিথ্যা ও হয়রানী মূলক মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী মোঃ রিপন( ২৮) পিতা আঃ রাজ্জাক সাং কোটেশ্বর( মেম্বার বাড়ি) কোতোয়ালি মডেল থানা কুমিল্লা, ভুক্তভোগী রিপন জানান, গত ১৪/ ৯/ ২০২৫ ইং তারিখে তাহার বন্ধু ফয়সলকে ফোন দিলে প্রবাসী মোঃ রিপন বলেন অবৈধ মালামাল সহ ফয়সাল ছ্রএখিল ফাঁড়িতে পুলিশ হেফাজতে আটক আছেন, এবং প্রবাসী মোঃ রিপন উনি ঢাকায় তখন অবস্থান করছিলেন, ছ্রএখিল ফাড়ির ইনচার্জ মোঃ মমিরুল হক ফয়সলের মোবাইল ফোন দিয়ে প্রবাসী রিপন মিয়ার সাথে কথা বলেন এবং উনার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হওয়ায় ভুক্তভোগী রিপনের কাছে টাকা দাবি কয়ায় ভুক্তভোগী রিপন টাকা দিতে অনিহা বোধ করলে পড়ে রিপন মিয়াকে পলাতক আসামি দেখিয়ে মামলা দিয়ে দেন, ছত্রখিল ফাড়ির ইনচার্জ মোহাম্মদ মমিরুল হককে ফোন দিলে উনি আমাদের বলেন বিষয়টি পুরো গুজব এবং বলেন আইন অনুযায়ী মামলা করা হয়ছে, ভুক্তভোগী মোহাম্মদ রিপন মিয়া এই বিষয়টি চ্যালেঞ্জ করে তদন্ত করার জন্য জোর দাবি জানান এবং আইন অনুযায়ী যায় হবে উনি মাথা পেতে নিবেন, প্রবাসী মোহাম্মদ রিপন মিয়া পুলিশ সুপারের নিকট আকুল আবেদন জানান এই মিথ্যা মামলা প্রত্যাহার করার অনুরোধ করেন। এবং সঠিক তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করার আবেদন করেন