1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩ যুগ পূর্তি : শিক্ষার্থীদের সম্মাননা, সাহিত্যের চর্চায় নতুন প্রেরণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি : কেবল সাহিত্য নয়, শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলো জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ। তিন যুগ আগে ছোট্ট একটি আয়োজন থেকে শুরু হওয়া এই সংগঠন আজ কেবল সাহিত্যচর্চার কেন্দ্র নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার চেতনায় উজ্জীবিত করছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় সংগঠনের ৩ যুগ পূর্তি উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি ও পরিবেশ পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত (এআইপি)। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন ও সমাজের অগ্রযাত্রা নির্ভর করে নতুন প্রজন্মের শিক্ষার উপর। সাহিত্য আমাদের আত্মিক উন্নয়ন ঘটায়, আর শিক্ষা আমাদের যোগ্য নাগরিক করে তোলে।” তার বক্তব্যে উঠে আসে প্রকৃতি, পরিবেশ ও শিক্ষার সমন্বয়ে টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল-মামুন। তিনি আবেগঘন কণ্ঠে স্মৃতিচারণ করে বলেন, “তিন যুগ আগে কয়েকজন তরুণের স্বপ্ন ছিল—সাহিত্য ও সংস্কৃতির আলো দিয়ে সমাজকে আলোকিত করা। আজ সেই স্বপ্ন অনেকদূর এগিয়েছে। আগামী দিনে আরও শক্তিশালী হয়ে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কবি-গীতিকার ও ছড়াকার গোলাম নবী পান্না, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শাহ আলম, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আশ্রাফ ভূইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান শাকিল, ডেকো গ্রুপের ডিজিএম মোঃ বজলুর রহমান প্রধান ও রেইনবো টিস্যু লিঃ এর চেয়ারম্যান মোঃ নুর আলম ভূইয়া। অতিথিরা সবাই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সংগঠনের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সংবিধান তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মুখে ছিলো আনন্দের উচ্ছ্বাস, আর অভিভাবকদের চোখে গর্বের ঝিলিক।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের সাবেক সভাপতি, উপদেষ্টা ও এলাকার গুণীজনরা। অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে পুরনো স্মৃতি, নতুন স্বপ্ন আর ভবিষ্যতের প্রত্যাশা মিলেমিশে যায়।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত শিক্ষার্থীরা মনে করিয়ে দেন—এমন আয়োজন শুধু সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আগামী দিনে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ যেন আরও বড় পরিসরে কাজ করে যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
দাউদকান্দির মানুষ বিশ্বাস করে, সাহিত্য ও শিক্ষার এই ধারাবাহিকতা প্রজন্মকে যেমন আলোকিত করবে, তেমনি সমাজকে এগিয়ে নেবে আরও অনেক দূর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com