বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, জাকসু নির্বাচনের ভোটগ্রহণের দিন জান্নাতুল ফেরদৌস নিজ দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
চিকিৎসারত অবস্থায়ই তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।