বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : “চলো আমরা এক সাথে জয় করবো মানবতাকে” এই স্লোগান ভুকে ধারণ করেই চলছে- মানব সেবা । দাউদকান্দি উপজেলায় – আলোর দিশারী মানব সেবা সংগঠন এর পক্ষ থেকে দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা(UNO) মোসাঃ নাছরীন আক্তার যোগদান উপলক্ষে -আলোর দিশারী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমরা বিঘত দিনে মানবতার সেবায় কাজ করে আসঁছি, ইনশাআল্লাহ আগামীতেও কাজ করবো,উনি আমাদের পাসে আছেন, এবং আমাদের কে উৎসাহিত করেন, এমন ভালো কাজ আগামীতেও জেনো চলমান রাখি, সেই বিষয়ে তিনি সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেন।
অতএব আপনারা সবাই আমাদের পাসে থাকবেন, এবং আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এ সময় আমাদের সাথে ছিলেন সম্মানিত উপদেষ্টা সাংবাদিক-লিটন সরকার বাদল, সম্মানীত উপদেষ্টা জয়া সরকার এবং আলোর দিশারী মানব সেবা সংগঠন এর সভাপতি জাহিদ তালুকদার, পরিচালক,মো রাসেল মিয়া,,
সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ ।
সিনিয়র সভাপতি, সাইদুল ইসলাম রিয়াদ, , মো: মিজান তালুকদার ভাই, আশ্রাফুল আলম,অর্থ— বিষয়ক সম্পাদক, মো:আলমগীর দপ্তর সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ , মো: কামাল হোসেন সহ-সভাপতি, মো:রুপম সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রমুখ মানবতার সেবায় অটুট থাকুক এই বন্ধন।
আর্ত মানবতার সেবাই সংগঠন এর প্রধান লক্ষ্য ।
শুভেচ্ছান্তে – আলোর দিশারী মানবসেবা সংগঠন, দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ ।