বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক আলোচনা ও স্থানীয় সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে হেযবুত তওহীদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে নতুন শহর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন অফিসে এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুব আলম মাফুজ বলেন গণমানুষের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে যে আমাদের রাষ্ট্রব্যবস্থায় একটা সংস্কার আনা প্রয়োজন আমাদের সংবিধানের সংস্কার আনা প্রয়োজন সেই সংবিধান সংস্কার প্রয়োজনের ধারাবাহিকতায় হেযবুত তওহীদের পক্ষ থেকে আমরা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব দিয়েছি। এই তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের মূল ভিত্তি হবে এই তৌহিদ অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম আমরা মানবো না। এই তওহীদের উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামোটা তৈরি হবে যে পরবর্তী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন-কানুন সমস্ত কিছুর ভিত্তি হবে এই তওহীদ। আমরা তওহীদের উপর ভিত্তি করে বিচারব্যবস্থা সংশোধনের জন্য রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য যে কাঠামোগুলো আছে সমস্ত কাঠামোগুলো সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি এবং সেটা আমরা বই আকারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সবার মতামত নিচ্ছি।
এসময় হেযবুত তওহীদ মাদারীপুর জেলা সভাপতি নুরনবী মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেযবুত তওহীদ এর ঢাকা বিভাগীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম মাফুজ,বিশেষ অতিথি হেযবুত তওহীদ এর বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবা,বরিশাল অঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, জেলা নারী সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।