ফেনী প্রতিনিধি:- ঢাকা হোটেল কন্টিনেন্টালের বিপরীতে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক মিলনায়তনে সম্পন্ন হয়ে গেলো “ফ্যাসিবাদী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক”- প্রোগ্রাম। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি শহীদ পরিবার বর্গের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে প্রতিটি শহীদ পরিবারকে সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। দেশের ৬৪টি জেলা থেকে প্রত্যেকটি শহীদ পরিবারকে উক্ত প্রোগ্রামে সম্মানের সহিত আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে। প্রোগ্রামে অংশগ্রহণ করার সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পরেও হঠাৎ করে শহীদ কাউছারের আম্মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়াতে শহীদ কাউসারের মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলগাজী উপজেলার রজেশপুর বাজার এলাকায় শহীদ কাউছারের বাড়িতে পরিবারের কাছে উপহার এবং সম্মানী পৌঁছে দিয়েছেন ফেনী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু ও ফেনী জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক আয়েশা আহমেদ ডলি।
আয়েশা আহমেদ ডলি জানান, শহীদ কাওছারের বাড়িতে উপস্থিত হওয়ার পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদ কাওছারের বাড়ি জুড়ে এক কান্না ও হাহাকারের রোল পড়ে যায়। শহীদ কাউছার ঢাকা কবি নজরুল কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারের অর্থনীতির ছাত্র ছিল। ২৪ এর জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময়ে ১৯ জুলাই ভারী শর্টগানের গুলিতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বেরিয়ে যায় এবং সে শাহাদাত বরণ করে তৎক্ষণাৎ। মহান আল্লাহ শহীদ কাওছার সহ সকল শহীদদের জান্নাত নসিব করুন। আমিন।