আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : নারীর অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন উপকারভোগীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “এটা শুধু পশু বিতরণ নয়, নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ।”
উপস্থিত নারীরা জানান, সরকারি সহায়তায় এই প্রথম তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পেলেন। আয়োজকরা মনে করছেন, পশুপালনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবে, যা পরিবার ও সমাজে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
স্থানীয়রা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তৃণমূল পর্যায়ে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।